সি আর আই তুমি যদি আমাদের কখনো অবহেলা কর,
তবুও বলবো
আমি তোমাকে ভালবাসি
সি আর আই তুমি যদি কখনো ফিরে না তাকাও
তবুও বলবো,
তোমাকেই ভালবাসি
সি আর আই যদি কখনো আমাদের চিঠি না পড়,
তবুও বলবো
ভালবাসি শুধু তোমাকেই
সি আর আই যদি তুমি আমাদের চিঠির উত্তর না দাও
তখনও বলবো
সি আর আই তবু তুমিই আমার।
---বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার সূর্য অরুন ক্লাবের সভাপতি মো: শহানেওয়াজ পারভেজ মাসুম। (লিলি)
|