দক্ষিণ কোরিয়া এবং জাপানের উপমন্ত্রী পর্যায়ের দিনব্যাপী পঞ্চম কৌশলগত সংলাপ ৮ জানুয়ারী সিউলে অনুষ্ঠিত হয়েছে। দু'পক্ষ দু'দেশের নিয়মিত শীর্ষ বৈঠক আবার শুরু করার ব্যাপারে চেষ্টা চালাতে রাজি হয়েছে।
সংলাপের পর দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত এক খবর বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম উপমন্ত্রী চাও চুং-পিও এবং জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী শোতারো ইয়াচি বৈঠকে অংশ নেন। তাঁরা মনে করেন, লি মিউংবাকের নতুন সরকার অভিষিক্ত হওয়ার প্রেক্ষাপটে দু'পক্ষের উচিত পারস্পরিক সম্মান ও সমঝোতার ভিত্তিতে দু'দেশের সম্পর্ক উন্নয়ন করা। তারা শীর্ষ পর্যায়ের কূটনৈতিক সম্পর্ক আবার শুরু এবং ২০০৮ সালে দু'দেশের নেতাদের সফর বিনিময় করার মাধ্যমে দ্বিপক্ষীয় আদান-প্রদান এগিয়ে নিতে রাজি হয়েছে।
২০০৪ সালের জুলাই মাস থেকে দু'দেশের মধ্যে নিয়মিত সফর বিনিময় কার্যকর হয়। কিন্তু সে সময় কোইজুমি জুনিচিরো বারবার ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধা নিবেদন করায় দু'দেশের নেতাদের মধ্যে নিয়মিত সফর-বিনিময় এক বছর পর বন্ধ হয়ে যায়। (লিলি)
|