তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্য বিষয়ক চীনের দাতব্য তহবিল ৮ জানুয়ারী প্রথমবারের মতো পেইচিংয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে। চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির উপ-চেয়ারম্যান কু সিউলিয়ান, চীনের অলিম্পিক কমিটির সম্মানসূচক চেয়ারম্যান হো চেনলিয়াংসহ বিখ্যাত ব্যক্তিরা তহবিলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জানা গেছে, চীনের তরুণ-তরুনী তহবিল এবং স্বাস্থ্য৮৬৩ ওয়েব-সাইটের সম্মিলিত উদ্যোগে এই তহবিল প্রতিষ্ঠিত হয়েছে। এই তহবিলের লক্ষ্য হচ্ছে গ্রামাঞ্চলে বসবাসরত কৃষি-শ্রমিকদের শহরে কর্মরত ছেলেমেয়ে, দরিদ্র পরিবারের শিশু, মাতৃ অথবা পিতৃ হারা পরিবারের শিশুদের জন্য মানসিক স্বাস্থ্য ক্ষেত্রে সাহায্য করা। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে কু সিউলিয়ান চীনের তরুণ-তরুনী তহবিলের পক্ষ থেকে স্বাস্থ্য ৮৬৩ ওয়েই-সাইটের প্রথম দফা ৫০ লাখ ইউয়ান রেনমিনপি'র চাঁদা গ্রহণ করেছেন।
চীনের তরুণ-তরুনী তহবিলের উপ-পরিচালক ফোং ছুই বলেন, বর্তমান চীনের গ্রামাঞ্চলে বসবাসরত কৃষি-শ্রমিকদের শহরে কর্মরত ছেলে-মেয়েদের সংখ্যা ২ কোটি এবং এই সংখ্যা অব্যাহতভাবে বাড়ার প্রবণতা রয়েছে। দীর্ঘকাল ধরে বাবা-মার সঙ্গে না থাকার কারণে কিছু তরুণ তরুনীর মানসিক সমস্যা গুরুতর। তা ছাড়া, মানসিক শিক্ষা ক্ষেত্রে গ্রামাঞ্চলের শিক্ষকদের জন্য প্রশিক্ষণও খুব প্রয়োজন। (লিলি)
|