v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-01-09 19:09:51    
পাও তিনকে চীনের প্রথম সৌর শক্তি নগল হিসেবে গড়ে তোলার প্রয়াস চলছে

cri
    সাম্প্রতিক বছরগুলোতে বিশুদ্ধ ও নবায়নযোগ্য জ্বালানী হিসেবে চীনে সৌর শক্তি কাজে লাগানোর কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে । চীনের হোপেই প্রদেশের পাও তিন শহর সেখানে অবস্থিত চীনের জাতীয় হাইটেক উন্নয়ন অঞ্চলের সাহায্যে সরকারী সৌর শক্তি ব্যবস্থাপনা ও নাগরিক জীবনে এর ব্যবহার এবং চীনের প্রথম সৌর শক্তি নগর গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

    পেইচিং থেকে ১৪০ কিলোমিটার দূরে অবস্থিত পাও তিন শহর চীনের একটি বিখ্যাত ঐতিহাসিক ও সাংস্কৃতিক নগর । চীনের জাতীয় হাইটেক উন্নয়ন অঞ্চলের সাহায্যে গত কয়েক বছরে পাও তিন শহর নতুন জ্বালানী শক্তি কাজে লাগানোর জোর প্রচেষ্টা চালিয়েছে । গত বছরের প্রথম দিক থেকে পাও তিন শহর ' সৌর শক্তি নগর ' নামে একটি বড় প্রকল্প শুরু করেছে । এ সম্পর্কে পাওতিন জাতীয় হাইটেক উন্নয়ন অঞ্চল কমিটির প্রধান মা সুয়ে লু বলেন , আধুনিক সভ্যতার দ্রুত প্রসার ও নিরন্তরপ্রাকৃতিক সম্পদ আহরনের দরুণ মানব জাতি পরিবেশ দূষণ ও জ্বালানী সম্পদের গুরুতর ঘাটতির মুখে রয়েছে । সময়মতো এ সমস্যার সমাধান করতে না পারলে মানবজাতির অস্তিত্ব বিপন্ন হওয়ার আশংকা তৈরী হয়েছে । আমাদের অবশ্যই গুরুত্বসহকারে এ সমস্যা বিবেচনা করতে হবে । পরিবেশ দূষণ ও জ্বালানী সম্পদের ঘাটতির কথা বিবেচনা করেই আমরা সৌর শক্তি কাজের লাগানোর প্রচেষ্টা চালিয়েছি ।

    পাও তিনের ইং লি নতুন জ্বালানী সম্পদ কোম্পানি চীনের একটি নামকরা সৌরশক্তি সরঞ্জাম উত্পাদন প্রতিষ্ঠান । এ কোম্পানির তৈরী ৯০ শতাংশ সরঞ্জাম জার্মানী , স্পেন , পতুর্গাল ও যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয় । ইং লি'র সহকারী সাধারণ ম্যানেজার খো চেন কোও বলেন , ইং লি কোম্পানি সৌর শক্তি নগর গড়ে তোলার কাজে অংশ নিচ্ছে । তিনি আরো বলেন , আমরা সরকারের সংশ্লিষ্ট বিভাগকে পাও তিন শহরে সৌর শক্তি ব্যবহার সম্পর্কে প্রস্তাব পেশ করেছি এবং রাস্তার বাতি ও আবাসিক এলাকায় সৌর শক্তির বাতি ব্যবহার সম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন করেছি । এ ছাড়া আমরা পাও তিন শহরের নতুন জ্বালানী সম্পদ সমিতি ও সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মিলে সৌর শক্তি কাজে লাগানোর প্রযুক্তিগত মানদণ্ড স্থির করেছি ।

    জানা গেছে , গত বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত পাও তিনয়ের ২৮টি আবাসিক অঞ্চলে সৌর শক্তি ব্যবহার সংক্রান্ত পুনর্গঠন সম্পন্ন হয়েছে , এক হাজারের বেশি সৌর শক্তির বাতি লাগানো হয়েছে , শহরাঞ্চলের ১১টি রাস্তাএবং ন'টি স্কুলে সৌর শক্তির বাতি লাগানো হয়েছে । সৌর শক্তি নগর প্রকল্প সম্পর্কে সহকারী মহাব্যবস্থাপকখো চেন কোও বলেন , এ প্রকল্প নির্মানের কাজ সুষ্ঠুভাবে চলছে । উত্তর চীনের আবহাওয়ার কথা বিবেচনা করে সৌর শক্তি সরবরাহ ব্যবস্থা টানা পাঁচ দিন বৃষ্টি হলেও ঠিকমতো কাজ করতে পারে । তবে এ ব্যবস্থার কিছু সমস্যাও রয়েছে । নগরবাসীদের মতে , সৌর শক্তির বাতি বিদ্যুতের বাতির মতো উজ্জ্বল নয় । সৌর শক্তি এক নতুন জ্বালানী হিসেবে এখন চীনের কয়েকটি স্থানে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে । আরো বেশি লোক যাতে সৌর শক্তি ব্যবহারের গুরুত্ব উপলব্ধি করতে পারে , সেজন্য পাও তিন পৌর সরকার ও ইং লি কোম্পানি প্রচারের কাজ করেছে। ইং লি কোম্পানির অভ্যন্তরীণ বিভাগের ব্যবস্থাপক ফান ইউয়েন ইউয়েন বলেন , আমরা পাও তিন শহরের একটি প্রাথমিক স্কুলেসৌর শক্তি চালিত বিল বোর্ড স্থাপন করেছি । বিল বোর্ডেসৌর শক্তি কাজে লাগানোর প্রয়োজনীয়তা ও উপকারিতা সহজ ভাষায় ব্যাখ্যা করা হয় । ফলে প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীরা ছোট বেলা থেকে নতুন জ্বালানীসৌর শক্তি জানতে পারছে। এ ছাড়া আমরা ছাত্রছাত্রীদের আমাদের কোম্পানি পরিদর্শন করতে আমন্ত্রণ জানিয়েছি । পরিদর্শনের সময় ছেলেমেয়েরা উচ্ছ্বাস প্রকাশ করে বলে , সৌর শক্তি দিয়ে বিদ্যুত উত্পাদন সত্যিই চমত্কার ব্যাপার। বড় হলে আমি এ বিষয় নিয়ে গবেষণা করবো । পরিকল্পনা অনুসারে , পাঁচ বছরের মধ্যে পাও তিনের উত্পাদন ও জীবনের সব ক্ষেত্রে সৌর শক্তি ব্যবহার করা হবে ।