পিপলস ডেইলি পত্রিকার বৈদেশিক সংস্করণের খবরে জানা গেছে, চীনের কন্টেইনার শিল্প সমিতির মহা-সচিব শি ইয়ানছিউ সম্প্রতি পেইচিংয়ে বলেছেন, চীন বিশ্বে কন্টেইনার তৈরীর মহাদেশে পরিণত হয়েছে।
জানা গেছে, বর্তমানে চীনের তৈরী কন্টেইনারের সংখ্যা হচ্ছে ৫৮ লাখ, যা বিশ্বের ৫০ শতাংশ। চীন প্রায় ৯০০ ধরণের কন্টেইনার তৈরী করে থাকে, যা বিশ্বের বিভিন্ন রকমের ব্যবহারকারীদের চাহিদা পূরণ করতে পারে এবং বিশ্বের ৭০টিরও বেশি দেশ ও জায়গায় বিক্রি হয়।
২০০৬ সালে চীনের তৈরী কন্টেইনারের উত্পাদন ও বিক্রির সংখ্যা ছিল ২৭ লাখ ৯০ হাজার। একটানা ১৫ বছর ধরে কন্টেইনার তৈরীতে চীন বিশ্বে প্রথম স্থানে রয়েছে। (লিলি)
|