চীনে ভোক্তা মূল্য সূচক বা সিপিআই কমানোর নীতি প্রণয়ন করলেও গ্রামাঞ্চলে পুঁজি বিনিয়োগ কমবে না। ৯ জানুয়ারি চীনের কেন্দ্রীয় চীন গণ ব্যাংক এ তথ্য জানিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন পর্যায়ের ব্যাংকিং ব্যবস্থার প্রতি গ্রাম পর্যায়ে ঋণের চাহিদা মেটানোর আহ্বান জানিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক গ্রামাঞ্চলের অবকাঠামো ও সেবা সংস্থার নির্মাণ আরো দ্রুত করার জন্য যথেষ্ট আর্থিক সমর্থন যোগানোর জন্যও ব্যাংকগুলোকে বলেছে।
অর্থনীতির অতি দ্রুত বৃদ্ধি এড়ানোর জন্য চীনের অর্থনৈতিক নীতি "স্থিতিশীল মুদ্রা নীতি" থেকে "সিপিআই কমানোর নীতি"তে পরিণত হয়েছে। (ইয়াং ওয়েই মিং)
|