মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাবলিউ বুশ ৮ জানুয়ারী রাতে "এয়ারফোর্স-১"বিশেষ বিমানযোগে তাঁর আট দিনব্যাপী মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন।
মার্কিন তথ্য মাধ্যমের খবরে জানা গেছে, বুশের এবারের সফরের লক্ষ্য দু'টি। কিছু দিন আগে আবার শুরু হওয়া মধ্যপ্রাচ্য শান্তি আলোচনাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং ইরানের সৃষ্ট হুমকি সম্মিলিতভাবে মোকাবেলার জন্য মধ্যপ্রাচ্যের মিত্রের কাছে আবেদন রাখা।
হোয়াইট হাউসের পরিকল্পনা অনুসারে বুশ যথাক্রমে ইসরাইল, ফিলিস্তিন, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদী আরব এবং মিসর সফর করবেন। প্রেসিডেন্ট হিসেবে এটি হচ্ছে তাঁর প্রথম ইসরাইল সফর। তিনি প্রথমবারের মতো ফিলিস্তিনের জর্ডান নদীর পশ্চিম তীরে যাবেন। (লিলি)
|