জিম্বাবুয়ের হেরাল্ড পত্রিকার ৮ জানুয়ারির খবরে জানা গেছে, গত কয়েক দিন ধরে সেখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানি থেকে সৃষ্ট বন্যায় গ্রামবাসীদের ঘর ভেসে গেছে। এতে হাজার খানেক পরিবার গৃহহারা হয়েছে।
দক্ষিণ জিম্বাবুয়ের মাসভিংগো প্রদেশের মুয়েনেজি, মিডল সাবি ও মালিপাটি অঞ্চলে পরিস্থিতি সবচেয়ে গুরুতর। মিডল সাবি অঞ্চলের ২শ' ৪০টি পরিবার তাদের ঘর ও সহায় সম্বল হারিয়েছে।
বর্তমানে সরকার গৃহহারাদের স্থানান্তর করে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। (খোং চিয়া চিয়া)
|