এ বছরের ১ জুন থেকে চীনের সকল সুপার মার্কেট, দোকানপাট , খোলা বাজার ও খুঁচরা দোকানগুলোতে বিনা পয়সায় পলিথিন ব্যাগ সরবরাহে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তখন থেকে জিনিসপত্র বহন করার জন্য পলিথিন ব্যাগ কিনতে হবে। চীনের সরকারী ওয়েবসাইটে এ খবর জানানো হয়েছে। এতে জানা গেছে, সম্প্রতি চীনের রাষ্ট্রীয় পরিষদের কার্যনির্বাহী অফিস প্রকাশিত " পলিথিন ব্যাগ উত্পাদন বিক্রি ও ব্যবহার নিষিদ্ধকরণ সম্পর্কিত বিজ্ঞপ্তিতে" বলা হয়েছে, জিনিসপত্র নেওয়া ও বহন করার পলিথিন ব্যাগ " সাদা দূষণের" প্রধান উত্স বলে ভবিষ্যতে বিভিন্ন স্থানীয় সরকার ও মন্ত্রণালয়কে অতিরিক্ত পাতলা পলিথিন ব্যাগ উত্পাদন , বিক্রি ও ব্যবহার করতে নিষিদ্ধ করা হবে।
উল্লেখ্য, মানুষের দৈনন্দিন জীবনে ব্যাপকভাবে পলিথিন ব্যাগ ব্যবহৃত হচ্ছে। প্রতি বছর চীনে ব্যাপক পরিমাণে পলিথিন ব্যাগ ব্যয় করা হয়। এই ব্যাগভোক্তাদের জন্য যেমন সুবিধাজনক হলেও এই ব্যাগ জ্বালানী সম্পদের অপব্যবহার ও পরিবেশ দূষণের জন্য দায়ী।
|