সাম্প্রতিক বছরগুলোতে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের শ্রম ও সামাজিক নিশ্চয়তা বিধান ক্ষেত্রে বিরাট অগ্রগতি অর্জন করেছে, তিব্বতের বৈশিষ্ট্যসম্পন্ন সামাজিক নিশ্চয়তা বিধানের অবকাঠামো নির্মিত হয়েছে ।
৭ জানুয়ারী অনুষ্ঠিত তিব্বতের শ্রম ও সামাজিক নিশ্চয়তা সম্মেলন থেকে জানা গেছে, গত ৫ বছরে তিব্বতে নতুন কর্মসংস্থান সংখ্যা ১ লাখেরও বেশি পার্সন টাইমস, শহরে চাকরি হারানো সংখ্যার হার ৪.৫ শতাংশের চেয়ে কম এবং কৃষি ও পশুপালন এলাকার শ্রম রপ্তানী ৩০ লাখেরও বেশি পার্সন টাইমস । এছাড়া, ২০০৭ সালে তিব্বতের সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বয়ংসম্পূর্ণ কর্মসংস্থান করার পর, তাদের কর্মসংস্থানের হার ৯৫.৪ শতাংশ হয়েছে । এর পাশাপাশি তিব্বত শ্রম চুক্তি ব্যবস্থা, অবসরকালীন বীমা ব্যবস্থা ও চিকিত্সা বীমা ব্যবস্থার সম্প্রসারণে অনেক অগ্রগতি অর্জন করেছে ।
(ছাও ইয়ান হুয়া)
|