কেনিয়ার নির্বাচন দাঙ্গাহাঙ্গামায় কমপক্ষে ৪৮০জন নিহত এবং আড়াই লাখ লোক গৃহহীন পড়েছে । ৮ জানুয়ারী বিভিন্ন দেশের রাজনৈতিক নেতারা কেনিয়ার রাজনৈতিক সংকট সমাধানের জন্য মধ্যস্থতা করেন । কেনিয়ার পরিস্থিতি এখন ধীরে ধীরে শান্ত হচ্ছে ।
৮ জানুয়ারী আফ্রিকার ৪টি দেশের সাবেক প্রেসিডেন্ট এবং আফ্রিকান লীগের পালাক্রমিক দেশের চেয়ারম্যান, ঘানার প্রেসিডেন্ট জন এগেকুম কুফুওর পৃথক পৃথকভাবে নাইরোবি পৌঁছেছেন । তাঁরা কেনিয়ার প্রেসিডেন্ট মুয়াই কিবাকি এবং প্রধান সরকার বিরোধি দল অরেন্জ ডেমোক্র্যাটিক মুভমেন্ট ওডিএমে'র নেতা রায়লা ওডিনগার সঙ্গে সংকট নিরসনের পদ্ধতি নিয়ে আলোচনা করবেন ।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সীন ম্যাককর্ম্যাক বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কনডোলিত্সা রাইস কেনিয়া সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীজেনদাই ফ্রেজারকে কেনিয়ার সফর স্থগিত করার নির্দেশ দিয়েছেন । যাতে মুয়াই কিবাকি ও রায়লা ওডিনগার মতভেদের অসঙ্গতি নিরসনে সহায়তা প্রদান করা ।
৮ জানুয়ারী ওডিএম তার পরিকল্পিত দেশব্যাপি বিক্ষোভ বাতিল করায় কেনিয়ার রাজধানী নাইরোবি ও অন্যান্য প্রধান শহরের নিরাপত্তা পরিস্থিতি শান্ত হতে শুরু করেছে । দাঙ্গাহাঙ্গামার কারণে বন্ধ হওয়া সরকারী বিভাগ ,ব্যবসা ও আর্থিক সংস্থাগুলোও পুনরায় খুলছে । দেশের বিভিন্ন শহরের মধ্যে পরিবহন ব্যবস্থাও চালু হয়েছে ।
৮ জানুয়ারী বিকেলে মুয়াই কিবাকি টেলিভিশন ও বেতারে দেয়া এক ভাষণে নতুন মন্ত্রীসভার প্রায় অর্ধেক সদস্যের নাম ঘোষণা করেছেন । মনোনিত ১৭জন নতুন সদস্যের মধ্যে ওডিএমের কোনো সদস্য অন্তর্ভুক্ত হয় নি ।
(ছাও ইয়ান হুয়া)
|