v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-01-08 21:09:13    
চীনের পঞ্চম নৃত্য উত্সব

cri
    ১৫ নভেম্বর তিব্বতের একটি বিখ্যাত নৃত্যনাট্য ' চান মি ' পেইচিংয়ের পাও লি থিয়েটারে অনুষ্ঠিত হয় । এ অনুষ্ঠানের মধ্য দিয়ে চীনের পঞ্চম পেইচিং নৃত্য উত্সব শুরু গলো । দেড়মাসব্যাপী এই পঞ্চম আন্তর্জাতিক নৃত্য উত্সবে চীনসহ বিভিন্ন দেশের নৃত্য পরিবেশিত হবে । পেইচিংয়ের দর্শকরা উত্সাহের সঙ্গে এ সব বৈশিষ্ট্যময় নৃত্য উপভোগ করছে ।

    এ নৃত্যনাট্যে একজন তিব্বতী বৃদ্ধার তীর্থযাত্রার অভিজ্ঞতার কথা বর্ণনার মধ্য দিয়ে তিব্বতী অধিবাসীদের জীবন , লোকশিল্প , রীতিনীতি ও ধর্মীয় আচার অনুষ্ঠান প্রতিফলিত হয়েছে । এ নৃত্যনাট্যে তিব্বতীদের ফসল কাটা , বসতবাড়ী মেরামত , গরু চরানো ও নাচগানের দৃশ্য ফুটে উঠেছে । এ নৃত্যনাট্যে তিব্বতী জাতির অধিবাসীদের বাস্তব জীবনের অনেক চিত্রও সফলতার সঙ্গে তুলে ধরা হয়েছে ।

   যে সব নৃত্যশিল্পী নৃত্যনাট্য ' চান মি'তে অংশ নিয়েছেন , তাদের মধ্যে বিখ্যাত নৃত্যশিল্পী ইয়াং লি পিং ছাড়া বাকী সব সদস্যই তিব্বতের সাধারণ পশুপালক বা লোকশিল্পী । তবে তাদের অভিনয় দর্শকদের আন্তরিক প্রশংসা পেয়েছে । প্রধান নৃত্যশিল্পী ইয়াং লি পিং সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাত্কারে বলেছেন , তিনি তিব্বত জাতির প্রাণবন্ত লোকনৃত্য পছন্দ করেন । তিনি বলেন , আমরা অভিনয়ের মঞ্চকে পল্লী অঞ্চলের ফসলের ক্ষেত আর খামার হিসেবে মনে করি । তিব্বতী জাতির নৃত্য তাদের আত্মার নৃত্য । তিব্বতী অধিবাসীদের জীবন ও প্রকৃতি এ নৃত্যনাট্যের পটভূমি । প্রকৃতি ও জীবনের প্রতি অধিবাসীদের আগ্রহ এ নৃত্যনাট্যে প্রতিফলিত হয়েছে । তবে এ নৃত্যনাট্যে কিছু আধুনিক উপাদানও রয়েছে । এ নৃত্যনাট্যে কল্পনার বিস্তারও রয়েছে । যেমন এ নৃত্যনাট্যের ষাঁড় নৃত্যে আধুনিক যুগের উপাদান মেশানো হয়েছে । এ নৃত্যে ষাঁড়গুলো সৈনিকদের মত সোজাভাবে ও আরামে দাঁড়াতে পারে এবং আধুনিক নৃত্য পরিবেশন করতে পারে । দর্শকদের জন্য এটা খুব মোজার ব্যাপারা ।

    ব্যালেনৃত্য 'সিন্ডারেলা হলো রূপ কথার ভিত্তিতে রচিত একটি বিশ্ববিখ্যাত ব্যালেনৃত্য । এ ব্যালেনৃত্যে ঐতিহ্যিক রূপ কথার গল্পের পাশাপাশি আধুনিক নৃত্যের অনেক উপাদানও মেশানো হয়েছে । শিল্পীদের নৈপুন্য চমত্কার । এ নৃত্যনাট্যের মঞ্চসজ্জাও খুব সুন্দর । এই সুন্দর সুন্দর মঞ্চসজ্জা সিন্ডোরেলার উদ্দেশ্যকে পরিপূর্ণভাবে প্রকাশ করতে সাহায্য করেছে । এ নৃত্যনাট্যের তত্ত্বাবধায়ক গালি হারিস বিশ্ববিখ্যাত নৃত্যশিল্পী । তিনি চীনের কেন্দ্রীয় ব্যালে নৃত্যদলের জন্য মঞ্চসজ্জা ও পোশাক ডিজাইন করেছেন । এবার চীনে এসে তিনি সত ব্যস্ততার মধ্যে পেইচিংয়ের শিক্ষক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগের ছাত্রছাত্রীদের জন্য ক্লাস নিয়েছেন । ব্যালেনৃত্য ' সিন্ডোরেলা ' সম্পর্কে হারিস বলেন , ' সিন্ডোরেলা ' হলো নিউজিল্যান্ডের রাজকীয় ব্যালেনৃত্য দলের একটি প্রধান নৃত্য । এ নৃত্যের প্রধান অভিনেতা ছি হুয়ান একজন চীনা । দু বছর আগে তিনি নিউজিল্যান্ডে যান । তিনি পেইচিং নৃত্য ইন্সটিটিউটের স্নাতক ।

    নৃত্য উত্সবে সাংহাই ব্যালে নৃত্য দলের পরিবেশিত নৃত্যনাট্য ' হুয়া ইয়ান নিয়েন হুয়া 'ও দর্শকদের প্রশংসা পেয়েছে । এ নৃত্যে গত শতাব্দীর ত্রিশ ও চল্লিশ দশকের একটি প্রেমের কাহিনী বর্ণনা করা হয়েছে । এতে সত্তর -আশি বছর আগের পুরনো সাংহাইয়ের রীতিনীতি এবং মঞ্চসজ্জা ও সংগীতের মাধ্যমে নায়ক-নায়িকার মনোভাব ফুটিয়ে তোলা হয়েছে । সাংহাইয়ের ব্যালে নৃত্য দলের নেতা হামুতি বলেন , এ ব্যালে নৃত্যে গত শতাব্দীর ত্রিশ ও চল্লিশ দশকের সাংহাইয়ে বিদেশের প্রভাব বেশি । কাজেই এ নৃত্যে আমাদেরকে চীনের শিল্পকলায় দেশীয় ও বিদেশী প্রভাবের বিরাট ব্যবধানকে তুলে ধরতে হবে । এ নৃত্যে যেমন আছে পুরনো সাংহাইয়ের রাস্তাঘাট ও বৈশিষ্ট্যময় বসতবাড়ী , তেমনি যুক্তরাষ্ট্রের জ্যাজসহ আধুনিক নৃত্য কৌশল থাকে । ফলে এ ব্যালেনৃত্যে নানা শৈলীর নাচ রয়েছে । এ নৃত্যের সংগীতও বৈশিষ্ট্যময় ।

    পেইচিংয়ের পঞ্চম আন্তর্জাতিক নৃত্য উত্সবে স্পেন , অষ্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের অনেক নৃত্য পরিবেশিত হয়েছে । এ উত্সবের সমাপনি অনুষ্ঠানে বৃটেনের উত্তর ব্যালে নৃত্যদলের নৃত্যনাট্য ' ম্যাদাম বাটারফ্লাই' পরিবেশিত হবে ।