|
|
(GMT+08:00)
2008-01-08 21:04:04
|
চীন চায় নেপাল নিজের পথ বেছে নিক
cri
চীন চায় নেপাল স্বদেশের বাস্তবতা অনুযায়ী নিজের উন্নয়নের পথ বেছে নিক। চীনের রাষ্ট্রীয় কিউন্সিলল ও প্রতিরক্ষামন্ত্রী চাও গান ছুয়েন ৮ জানুয়ারী পেইচিংএ সফররত নেপালের সেনাবাহিনী প্রধান রুকমাংগুদ কাতাওয়ালের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন। চাও গান ছুয়েন বলেন, চীন ও নেপালের মধ্যে মৈত্রী সুর্দীঘকালের। চীন নেপালের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগলিক অখন্ডতাকে সম্মান করে। চীন চায় রেপাল স্বদেশের বাস্তবতা অনুযায়ী উন্নয়নের পথ বেছে নিক। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা এবং অভিন্ন উন্নয়নের জন্য ইতিবাচক অবদান রাখার জন্য চীন নেপালের সঙ্গে সম্মিলিত চেষ্টা চালাতে ইচ্ছুক। রুকমাংগুদ কাতাওয়াল বলেন, নেপাল চীনকে বিশ্বাসযোগ্য প্রতিবেশী ও অংশীদার বলে মনে করে। নেপাল এক চীন নীতিতে অবিচল রয়েছে।দু'দেশ ও দুই সেনাবাহিনীর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো বিকশিত করার জন্য নেপাল চীনের সঙ্গে সমন্বয় ও সহযোগিতা জোরদার করতে প্রস্তুত।
|
|
|