পিপলস ডেইলি পত্রিকার বৈদেশিক সংস্করণ থেকে জানা গেছে, বর্তমান চীনের রেড ক্রসের স্বেচ্ছাসেবক সংখ্যা ১১ লাখ ৩২ হাজার।
তাঁরা প্রধানত মানবিক ত্রাণ, সামাজিক সাহায্য এবং রেড ক্রসের মর্মবানী জনপ্রিয় করে তোলাসহ বিভিন্ন ক্ষেত্রে সক্রিয় রয়েছেন। ইতোমধ্যেই তাঁরা চীনের সেচ্ছাসেবামূলক কাজে একটি গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছে। আগামী কয়েক বছরে চীনের রেড ক্রস তাদের সেচ্ছাসেবার গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে জরুরী ত্রাণ, মানবিক সাহায্য, এইডস প্রতিরোধসহ এসব বিষয়ে প্রচার চালানো এবং বৈদেশিক সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখবে।
২০০৭ সালে চীনের বিভিন্ন পর্যায়ে রেড ক্রসের যৌথ উদ্যোগে নানা ধরণের ত্রাণ সামগ্রীসহ মোট সাহায্যের পরিমাণ ২১০ কোটি ইউয়ান ছাড়িয়ে গেছে। ত্রাণের ক্ষেত্রে মোট ১৩০ কোটি ইউয়ান রেনমিনপি'রও বেশি ব্যয় করা হয়েছে। এক কোটি ৫০ লাখ দরিদ্র লোক রেড ক্রসের সাহায্য পেয়েছে। (লিলি)
|