ইউরোপের তিনটি দেশে সফর এবং বিশ্ব অর্থনীতি ফোরামে যাচ্ছেন জেং পেই ইয়ান
cri
৮ জানুয়ারি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইয়ু পেইচিং-এ বলেছেন, পোল্যাণ্ড প্রজাতন্ত্রের উপ-প্রধানমন্ত্রী পলাক, রোমানিয়ার প্রধানমন্ত্রী টারিসিয়ানু, লুক্সেমবার্গ সরকার এবং বিশ্ব অর্থনীতি ফোরামের চেয়ারম্যান ক্লাউস স্কুয়াবের আমন্ত্রণে, চীনের উপ-প্রধানমন্ত্রী জেং পেই ইয়ান ১৪ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে ঐ তিনটি দেশ সফর করবেন এবং বিশ্ব অর্থনীতি ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নেবেন। (খোং চিয়া চিয়া)
|
|