ইউরোপের তিনটি দেশ সফরে যাচ্ছেন হুয়া চিয়ান মিন
cri
৮ জানুয়ারি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইয়ু পেইচিং-এ বলেছেন, চেক প্রজাতন্ত্র, বুলগেরিয়া প্রজাতন্ত্র ও ক্রোয়েশিয়া প্রজাতন্ত্রের সরকারের আমন্ত্রণে, চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর হুয়া চিয়ান মিন ১৩ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে ঐ তিনটি দেশ সফর করবেন। (খোং চিয়া চিয়া)
|
|