|
|
(GMT+08:00)
2008-01-08 18:13:29
|
চীনে কৃষি পণ্যের গায়ে কীটনাশক ওষুধের পরিমাণ কমেছে
cri
গত বছর চীনে কৃষি পণ্যের গুণগতমান ও নিরাপত্তা পরীক্ষা কার্যক্রম নির্দিষ্টপরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয়েছে। এর ফলে কৃষি পণ্যের গায়ে প্রয়োগ করা কীটনাশক ওষুধের পরিমাণ কমে গেছে। চীনের কৃষি মন্ত্রী গাও হং বিন ৮ জানুয়ারি পেইচিংএ একটি সংবাদ ব্রিফিং-এ এ কথা বলেছেন। তিনি ব্যাখ্যা করে বলেন, গত বছর আগষ্ট চীনে পণ্যের গুণগতমান ও খাদ্য নিরাপত্তা সম্পর্কিত বিশেষ পরীক্ষা কার্যক্রম চালু হওয়ার পর এ পযর্ন্ত সারা দেশে ৬৭৬টি বড় ও মাঝারি শহরের কৃষি পণ্যের পাইকারি বাজার কৃষি বিভাগের তদারকির আওতায় এসেছে। কৃষি পণ্য উত্পাদন ঘাঁটি সহ সংশ্লিষ্ট খাতগুলোতে কীটনাশক ওষুধ ব্যবহারের সমস্যা মোটামুটি কেটে গেছে। তিনি বলেন, ভবিষ্যতে কৃষি পণ্যের গুণগতমান ক্রমাগত উন্নত করার জন্য কৃষি মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
|
|
|