এশিয়ার বৃহত্তম হংকং খেলনা মেলা ৭ জানুয়ারি হংকংয়ে শুরু হয়েছে। বিশ্বের ৩৬টি দেশ ও অঞ্চলের ২ সহস্রাধিক খেলনা কোম্পানি এতে অংশ নিয়েছে।
জানা গেছে, এবারের মেলা ৪ দিন ধরে চলবে। মেলায় চীনের মূল-ভূভাগ, জার্মানি, ইতালি ও দক্ষিণ কোরিয়াসহ ৭টি প্রধান প্রধান প্রদর্শনী অঞ্চল অন্তর্ভূক্ত। পণ্যদ্রব্যের মধ্যে রয়েছে বল, শরীর গঠন, বৈদ্যুতিক ইত্যাদি জাতীয় খেলনা। মেলা আয়োজনের পাশাপাশি কয়েকটি ফোরামও আয়োজিত হবার কথা।
হংকং বাণিজ্য উন্নয়ন ব্যুরো জানায়, গত বছরের প্রথম ১১ মাসে হংকং থেকে খেলনা রপ্তানি হয়েছে ৮৮ বিলিয়ন হংকং ডলারের। (ইয়াং ওয়েই মিং)
|