v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-01-07 18:24:15    
চীন পরিবেশ ও সম্পদ সংরক্ষণ ক্ষেত্রের তত্ত্বাবধান জোরদার করবে

cri
    চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান রেতি বলেন , পরিবেশ ও সম্পদ রক্ষা চীনের একটি জরুরী ও দীর্ঘস্থায়ী কর্তব্য । এ ক্ষেত্রে চীন গণ মাধ্যমগুলোর তত্ত্বাবধান আরো জোরদার করবে এবং অর্থনীতি ও সমাজের টেকসই উন্নয়ন তরান্বিত করবে ।

    চীনের পরিবেশ সংরক্ষণ প্রচারাভিযানের ১৫তম বার্ষিকী উপলক্ষে সম্প্রতি দক্ষিণ চীনের হাই খৌ শহরে অনুষ্ঠিত একটি আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সম্প্রতি ভাইস চেয়ারম্যান রেতি এ কথা বলেছেন ।

    ১৯৯৩ সালে চীনের জাতীয় গণ কংগ্রেসের পরিবেশ ও সম্পদ রক্ষা কমিটি , জাতীয় পরিবেশ সংরক্ষণ ব্যুরো ও জাতীয় বন ব্যুরোর উদ্যোগে চীনের পরিবেশ সংরক্ষণ প্রচারাভিযান শুরু হয় । চীনের প্রধান প্রধান গণ মাধ্যম এ অভিযানে অংশ নিয়েছে । প্রতি বছর পরিবেশ সম্পর্কিত একটি বিষয় কেন্দ্র করে পরিবেশ সংরক্ষণে গণ মাধ্যমের তত্ত্বাবধানের ভূমিকার কথা প্রচার করা হয় । গত পাঁচ বছরে চীনের বিভিন্ন প্রদেশ , স্বায়ত্তশাসিত অঞ্চল ও কেন্দ্র শাসিত শহরের ৩০ হাজার সাংবাদিক এ অভিযানে অংশ নিয়েছেন এবং এক লাখের বেশি প্রবন্ধ বা আলোকচিত্র প্রকাশ করেছেন ।

    পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে রে তি আরো বলেন , চীনের অর্থনীতি ও সমাজের দ্রুত উন্নয়নের পথে অনেক অযৌক্তিক উপাদান এখনও রয়েছে । যেমন উন্নয়নের ধারণা ও পদ্ধতি অপেক্ষাকৃত পশ্চাত্পদ , শিল্পের অবকাঠামো ও বিন্যাস পুরোপুরি যুক্তি নয় । অন্য দিকে জনসাধারণের পরিবেশ ও সম্পদ সংরক্ষণের ধারণাও দুর্বল । কাজেই চীনের পরিবেশ ও সম্পদ সংরক্ষণ কাজ বিরাট চাপের মুখে রয়েছে । তিনি বলেন , চীনের পরিবেশ ও সম্পদ সংরক্ষণ প্রচার অভিযান অব্যাহতভাবে চালাতে হবে । পরিবেশ ও সম্পদ সংরক্ষণ একটি জরুরী ও দীর্ঘস্থায়ী কর্তব্য । এ প্রচার অভিযানে আইন ব্যবস্থা, গণ মাধ্যম ও জনসাধারণের তত্ত্বাবধানের ভূমিকা জোরদার করা উচিত । প্রচার অভিযানে অংশগ্রহণকারী প্রত্যেক সাংবাদিককে পরিবেশ সংরক্ষণের প্রচারক ও অনুশীলনকারী হওয়া উচিত ।

    রেতি আরো বলেন , গত পাঁচ বছরে পরিবেশ ও সম্পদ সংরক্ষণ প্রচার অভিযানে বিভিন্ন স্থানের গণ মাধ্যমগুলো সম্পদ সাশ্রয় ও পরিবেশ সংরক্ষণের কথা প্রচার করেছে এবং বন ও কৃষি জমি রক্ষা , প্রধান প্রধান নদীর অববাহিকায় দূষণ কমানো এবং জ্বালানী সম্পদ সাশ্রয় ও বিষাক্ত গ্যাসের নির্গমনকমানোর বিষয় নিয়ে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান সরেজমিন ঘুরে দেখেছে । বিভিন্ন প্রদেশ ,স্বায়তশাসিত অঞ্চর ও কেন্দ্রশাসিত মহানগরের গণ কংগ্রেসের উদ্যোগে অনেক পরিবেশ ও জ্বালানী সম্পদ সংরক্ষণের কর্মসূচী গ্রহণ করা হয়েছে । এ সব প্রচার কর্মসূচীর কল্যানে জনসাধারণের পরিবেশ ও সম্পদ সংরক্ষণের ধারণা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে ।

    তিনি জোর দিয়ে উল্লেখ করেন , চীনের পরিবেশ ও সম্পদের অবস্থা এখনও সংকটজনক । কোনো কোনো স্থানে পরিবেশ ও সম্পদ রক্ষা ক্ষেত্রে কড়াকড়িভাবে আইন প্রয়োগ করা হয় নি এবং আইন লংঘনকারীদের যথাযথ শাস্তি দেওয়া হয় নি । পরবর্তীকালে জাতীয় গণ কংগ্রেসের আইন তত্ত্বাবধান এবং গণ মাধ্যমগুলোর তত্ত্বাবধান জোরদার করা হবে, যাতে গোটা সমাজে পরিবেশ ও সম্পদ রক্ষার পরিবেশ সৃষ্টি হয় ।

    চীনের জাতীয় গণ কংগ্রেসের পরিবেশ ও সম্পদ কমিটির ভাইস চেয়ারম্যান ইয়ে রু থান বলেন , চীনের সরকারের পেশকৃত বিজ্ঞানসম্মত উন্নয়ন নীতি কার্যকরী করার জন্য এ বছর পরিবেশ ও সম্পদ সংরক্ষণ প্রচার অভিযানের কর্মসূচীগুলোর মধ্যে শিল্পপ্রতিষ্ঠানগুলোর পরিবেশ ও সম্পদ সংরক্ষণের প্রচেষ্টার প্রচারনা জোরদার করা উচিত । তিনি বলেন , কৃষি জমি, পানি ও খনিজ সম্পদ, বন ও সমুদ্র সম্পদের সংরক্ষন ও বিজ্ঞানসম্মতব্যবহার , বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের জ্বালানী সম্পদ সাশ্রয়ের দায়িত্ব পালন আর পানি , বায়ু ও জমির দূষণ কমানোর ক্ষেত্রে প্রচার জোরদার করতে হবে , যাতে প্রধান প্রধান শিল্পপ্রতিষ্ঠানগুলো ভালোভাবে দূষণ ও নিঃসরণ কমানোর দায়িত্ব পালন করে এবং পরিবেশ দূষণমুক্ত করার জন্য প্রচেষ্টা চালায় ।