৬ জানুয়ারি লুসাকায় দক্ষিণ আফ্রিকান উন্নয়ন গোষ্ঠীর পালাক্রমিক সভাপতি, জামবিয়ার প্রেসিডেন্ট লেভি পাট্রিক মুয়ানাওয়াসা এক বিবৃতিতে কেনিয়ানদেরকে সংলাপের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সৃষ্ট বিরোধ মীমাংসা করার আহ্বান জানিয়েছেন।
তিনি বিশ্বাস করেন, কেনিয়ার সমস্যা সমাধানের সংলাপ সবচেয়ে ভালো পথ। সশস্ত্র সংঘাত উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরো খারাপের দিকে নিয়ে যাবে। তিনি আশা করেন, মুয়াই কিবাকির নেতৃত্বাধীন কেনিয়া সরকার এবং রাইলা ওডিংগার নেতৃত্বাধীন বিরোধী পার্টি সংলাপের মাধ্যমে বর্তমান অচলাবস্থা থেকে বেরিয়ে আসার উপায় খুঁজে বের করবে।
২০০৭ সালের ৩০ ডিসেম্বর কেনিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকে দেশটিতে সহিংসতা ছড়িয়ে পড়ে। এর পর থেকেই বিরোধী পার্টির সমর্থকরা দেশের প্রধান প্রধান শহরে নবনির্বাচিত প্রেসিডেন্ট মুয়াই কিবাকির সমর্থক ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রায় ৩শ' লোক নিহত এবং কমপক্ষে এক লাখ লোক গৃহহারাচ্যূত্ত হয়েছে। (খোং চিয়া চিয়া)
|