v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-01-07 15:36:30    
খেলার জগত

cri

ক্রিকেট

বাংলাদেশ-নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ তার তিনটি ওয়ান ডে ম্যাচ শেষে এখন টেস্ট খেলতে নেমে অস্তিত্বের লড়াইএ হাবুডুবু খাওয়ার পর হেরে গেছে বাংলাদেশ ।

আগের তিনটি ম্যাচে হোয়াইট ওয়াশ হওয়ার পর দলের পঞ্চাশতম এবং নিউজিল্যান্ডের ডারবানে প্রথম টেস্টে১৬১ রানের জুটি সত্বেও মাত্র ২৫৪ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস । আর মাত্র ৩৫ রানের সহজ টার্গেটকে লক্ষ্য করে খেলতে নেমে ১ উইকেট হারিয়ে সিরিজের প্রথম টেস্ট জিতে নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড ৯ উইকেটে ।

এর আগে বাংলাদেশ ৪৬.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৩৭ রান তুলতে সক্ষম হয়েছিল প্রথম ইনিংসে।

তৃতীয় দিনের শুরুটা বলতে গেলে বাংলাদেশ দলের খারাপ ছিলনা । দিনের পঞ্চম ওভারে ৮৪ রান করা তামিম ইকবালের আউট হওয়ার দশ বলের মধ্যেই ১৬১ রানের রেকর্ড পার্টনারশিপের অপর সদস্য ৭৪ রান করা জুনায়েদ সিদ্দিকীও আউট হয়ে যান । ক্রিস মার্টিনের অফ স্ট্যাম্পের বাইরের একটি গুডলেংথের ডেলিভারি খেলতে গিয়ে দোটানায় তার ব্যাট ছুঁয়ে চলে যায় ফার্স্ট শ্লিপে দাড়ানো ফ্লেমিং-এর হাতে । এদের বিদায়ের পরই খেলার দৃশ্যপট একেবারে পাল্টে যায় । লাঞ্চের আগেই সাবেক অধিনায়ক হাবিবুল বাশার এবং অধিনায়ক আশরাফুলের পাশাপাশি আফতাব আহমাদ আউট হয়ে যান । পেসারদের দুরন্ত বোলিংয়ে লাঞ্চের পরই বাংলাদেশের পরাজয় অনেকটা নিশ্চিত হয়ে যায় । লাঞ্চের পর অধিনায়ক ভেট্টরির ঘূর্ণি বলে ১৬ ওভারেই শেষ হয়ে যায় বাংলাদেশের ব্যাটিং । এরপর মাত্র ৩৫ রানের জন্য খেলতে নেমে ক্যামিংয়ের উইকেট হারিয়ে সহজেই জয় তুলে নেয় নিউজিল্যান্ড ।

বর্তমান বাংলাদেশের এ ধরনের পরাজয় সত্যিই দু:খজনক। তা সত্ত্বেও বলতে হয় ৫০ তম টেস্টে তারা ইনিংস ব্যাবধানে হারে নি । এর আগে বাংলাদেশ ৪ টেস্টেই কিউইদের বিরুদ্ধে ইনিংস ব্যাবধানে হেরেছিল ।

স্কোরকার্ড: প্রথম ইনিংস ১৩৭ এবং দ্বিতীয় ইনিংস ২৫৪,

নিউজিল্যান্ড প্রথম ইনিংস ৩৫৭ এবং

দ্বিতীয় ইনিংস ১ উইকেটে ৩৯ ।

ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন জ্যাক ওরাম ।

ভারত - অস্ট্রলিয়া টেস্ট

সিডনিতে অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টে নাটকীয়তার মধ্য দিয়ে জয়লাভ করেছে । এ ম্যাচে ভারত ৩৩৩ রানের লক্ষ্য মাত্রা অতিক্রমের জন্য খেলতে নেমে একরকম লড়াইয়ের মুখোমুখি হয়ে পড়ে । কথায় আছে না 'ভাগ্যের লিখন না যায় খন্ডন' ২১০ রান তোলার পরের ওভারেই একসঙ্গে তিনটি উইকেট হারিয়ে ভারতকে ফিরে যেতে হয় সাজ ঘরে অনেকটা মানসিক যন্ত্রণা নিয়ে । আর ১২২ রানে জয়ী হয়ে ১৬ টেস্টে একটানা জয়ের রেকর্ড করেন মাইকেল ক্লার্ক । এবার থেকে তার শুরু হলো ১৭ টেস্ট জয়ের যুদ্ধ ।

ভারতের অধিনায়ক কুম্বলে অবশ্য আবারও ঘুরে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। তবে সিরিজ পরাজয় এরাতে চাইলে জিততে হবে পরের দুটো টেস্টেই । আগামী ১৬ জানুয়ারী পার্থে শুরু হবে তৃতীয় টেস্ট ।

এ খেলায় ম্যান আব দ্য ম্যাচ হয়েছেন এন্ড্রু সাইমন্স ।

ওয়েস্ট ইন্ডিজ- দক্ষিণ আফ্রিক

কেপটাউনে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে অনুস্ঠিত দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকা জয়লাভ করে সিরিজে সমতা ফিরিয়ে আনলো ।

ফুটবল

সান্টিয়াগোর বার্নেবু স্টেডিয়ামে অনুস্ঠিত দ্বিতীয় লেগের খেলার ইনজুরি টাইমে হোসে মারিয়া গুতির দেয়া গোলে জয় পাওয়ার ফলে রিয়াল মাদ্রিদ উঠে গেল কোপা ডেল ডে কাপের পন্চম রাউন্ডে । এ দিন তারা তৃতীয় বিভাগের দল অ্যালিকান্তেকে ২-১ গোলে হারিয়ে দেয় । একই সঙ্গে পঞ্চম রাউন্ডে উঠতে পেরেছে স্প্যানিশ পাওয়ার বার্সেলোনা । নিজেদের মাঠে দ্বিতীয় বিভাগের দল আলকোয়ানোর সঙ্গে ২-২ গোলে ড্র করার পরই পঞ্চম রাউন্ড নিশ্চিত হয় বার্সেলোনার । এজকুয়ের একাই দুই গোল করেন বার্সার পক্ষে । মাদ্রিদে ম্যাচের ৩১ মিনিটে রিয়ালকে এগিয়ে নেন ডাচ স্ট্রাইকার আরিয়েন রোবেন । গন্জালো হিগুইনের ক্রস থেকে গোল করেন রোবেন । ৬৫ মিনিটে আলিকান্তের পক্ষে গোল পরিশোধ করে খেলায় সমতা আনেন ফ্রান্সিসকো বোজা । শেষ পর্যন্ত ইনজুরি টাইমের দেয়া গোলে জয় পায় রিয়াল । বার্নেবুর অপর খেলার শেষ মিনিটে কর্লোস আর্নাউ-এর দেয়া গোলে ড্র হলে বার্সেলোনা পঞ্চম রাউন্ডে উঠতে সক্ষম হয় । অপর দিকে নিজেদের মাঠে দেনিয়াকে ৪-৩ গোলে হারিয়ে পঞ্চম রাউন্ডে উঠেছে উয়েফা কাপ চ্যাম্পিয়ন সেভিয়া । এ ছাড়াও পঞ্চম রাউন্ডে উঠেছে ভিলারিয়াল, ভ্যালদোলিদ, রিক্রিয়োটিভো হুয়েলভো এবং এস্পানিওল ক্লাব ।

এদিকে ইংলিশ ক্লাবে লিভারপুল উইগানের সঙ্গে ১-১ গোলে ড্র করে শিরোপা প্রত্যাশী দলগুলোর চেয়ে অনেকটা পিছিয়ে পড়লো । একই দিনে নিউক্যাসলের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে এবারের চমক জাগানো দল মানচেস্টার সিটি । এই জয়ের ফলে এরিকসনের এই দলটি লিভারপুলকে টপকে উঠে এসেছে তালিকার চতুর্থ স্হানে । এ দিনের অপর দুটি ম্যাচের একটিতে ব্ল্যাকবার্ন১-০ গোলে সান্ডারল্যান্ডকে এবং বোল্টন একই ব্যাবধানে হারিয়েছে ডার্বিকে ।

টেনিস

অস্ট্রেলিয়ার উইমেন্স হার্ডকোর্ট টেনিসের কোয়ার্টার ফাইনালে এসে খ্যাতিমান খেলোয়াড়দের আনেকেই হেরে গেছেন । এদের মধ্যে রয়েছেন টুর্ণামেন্টের শীর্ষ বাছাই নিকোল ভাইদিসোভা, সাবেক ওয়ার্ন্ড নাম্বার ওয়ান ফ্রান্সের এমিলি মরেসমো, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাশিয়ার দিনারা সাফিনা এবং উপমহাদেশের খ্যাতিমান তারকা সানিয়া মির্জা ।

সানিয়া মির্জা পার্থে হপম্যান কাপের নবম সেশনের সিঙ্গলসে সাফারোভার কাছে হেরেছেন ২-৬, ৬-৪ ও ৩-৬ সেটে । সুজারল্যান্ডের প্যাটি স্নেইডার হারিয়েছেন মরেসমোকে ৬-৪ ও ৬-৪ সেটে । চীনের লী না হারিয়েছেন চেকপ্রজাতন্ত্রেরনিকোল ভাইদিসোভাকে ৬-৩ ও ৬-৩ সেটে । সেমি ফাইনালে চীনের লী না'র মু্খোমুখি হবেন প্যাটি স্নেইডার । ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সাফিনাকে ৪-৬, ৬-১ ও ৭-৬ সেটে পরাজিত করেন ইসরাইলের সাহার পিয়ার ।

যুক্তরাস্ট্রের সেরেনা উইলিয়ামস ও মার্ডি ফিস অস্ট্রেলিয়ার এলিসিয়া মলিক ও পিটার লুজাককে হারিয়ে উঠে গেছেন হপম্যান কাপের মিক্সড ডাবলসের ফাইনালে।

এদিকে দক্ষিণ এশিয়ার একমাত্র টুর্নামেন্ট এটিপি'র ফাইনালে বিশ্বের দুই নম্বর তারকা নাদালকে চেন্নাইয়ের ননগামবাক্কাম স্টেডিয়ামে ৬-০ এবং ৬-১ ম্যাচে মাত্র ৫৮ মিনিটের মধ্যে হারিয়ে দিয়েছেন রাশিয়ান খেলোয়াড় ইয়ুঝনি । হার্ড কোর্টে নাদালের বিপক্ষেসাত ম্যাচে এটা ইয়ুঝনির সপ্তম জয় । অর্থাত সবকটি ম্যাচেই তিনি এই খ্যাতিমান খেলোয়াড়কে হারাতে সক্ষম হলেন ।