জর্জিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটাভুটি ৫ জানুয়ারী স্থানীয় সময় রাত ৮টায় শেষ হয়েছে ।
স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে , জর্জিয়ার টেলিভিশন কেন্দ্রসহ ৪টি সংবাদ মাধ্যম ভোট দিয়ে বেরিয়ে যাওয়ার সময় ভোটারদের ভেতরে যে চলিত জরিপ চালিয়েছে তার ফলাফল অনুযায়ী , ঐ দিন রাত ৮টা পর্যন্ত মিখাইল সাকাশভিলির পাওয়ার কথা ৫৩.৮ শতাংশ ভোট । বিরোধী দলীয় জোটের প্রার্থী লেভান গাচেচিলজ পেতে পারেন ২৮.৩ শতাংশ ভোট । অন্য ৫জন প্রার্থীর কারো ভোটই ৭ শতাংশের ওপরে নয় । এর পাশাপাশি অন্য একটি জরিপ থেকে জানা গেছে , ৭জন প্রার্থী মধ্যে কারো ভোটই ৫০ শতাংশ ছাড়িয়ে যাওয়ার কথা নয় । গাচেচিলজের পাওয়ার কথা ৩১ শতাংশ ভোট অন্য দিকে সাকাশভিলির ভোট মাত্র ২৪ শতাংশ ।
জর্জিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে , নির্বাচনের প্রাথমিক ফলাফল ভোটাভুটি শেষ হওয়ার ২৪ ঘন্টার পর প্রকাশিত হবে । (থান ইয়াও খাং)
|