ইসরাইলের প্রতিরক্ষা উপ-মন্ত্রী মাতান ভিলনাই ৫ জানুয়ারি বলেন, ফিলিস্তিনে গ্রেফতার হওয়া ইসরাইলী সৈন্য গিলাদ শালিতের মুক্তির বিনিময়ে ইসরাইলের উচিত ফাতাহ নেতা মারওয়ান বারঘুতিকে মুক্তি দেয়া।
ইসরাইলের টেলিভিশনের সাক্ষাত্কার দেয়ার সময় ভিলনাই এ কথা বলেন। তিনি বলেন শালিতকে যত তাড়াতাড়ি সম্ভব মুক্ত করার জন্য তিনি চেষ্টা চালাবেন।
অন্য দিকে ভিলনাইয়ের কার্যালয়ের সূত্রে জানা গেছে, ভিলনাই'র কথা তার ব্যক্তিত্বগত অভিমত, সরকারের নয়। (ইয়াং ওয়েই মিং)
|