ইসরাইলের তথ্য মাধ্যমের ৬ জানুয়ারির খবরে জানা গেছে, ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি এবং ফিলিস্তিনের শান্তি আলোচনার প্রধান প্রতিনিধি আহমেদ কুরেই বিশেষ কমিটি গঠন করে ইসরাইল ও ফিলিস্তিন সংঘর্ষের তিনটি মূল সমস্যা নিয়ে আলোচনা করবেন।
ইসরাইলের 'হা আরেটস' পত্রিকার খবর অনুযায়ী, এ সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের ইসরাইল ও ফিলিস্তিন সফরের পর ইসরাইল ও ফিলিস্তিনের সীমান্ত, ফিলিস্তিনী শরণার্থীদের প্রত্যাবর্তন এবং জেরুজালেমের মর্যাদা এই দিনটি সমস্যা বিশেষ কমিটির আলোচ্যসূচীতে অন্তর্ভূক্ত হবে। এই তিনটি সমস্যা ছাড়া বাকি সমস্যাগুলো অন্য কমিটি সমাধান করবে।
ইসরাইল সরকারের একজন ওয়াকিবহাল ব্যক্তিকে উদ্ধৃত করে পত্রিকাটি জানায়, এই বিশেষ কমিটির মাধ্যমে ইসরাইল ও ফিলিস্তিন সত্যিকার সংলাপ চালিয়ে যাবে। আলোচনায় অগ্রগতির ব্যাপারেও তিনি আশাবাদি ব্যক্ত করেছেন। (খোং চিয়া চিয়া)
|