পিপলস ডেইলি পত্রিকার খবরে জানা গেছে, সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত চীনের কেন্দ্রীয় তহবিল থেকে মোট ৮৭ বিলিয়ন ইউয়ান দারিদ্র্য বিমোচনের কাজে ব্যবহার করা হয়েছে।
চীনের রাষ্ট্রীয় পরিষদের দারিদ্র্য বিমোচন কার্যালয় এ খবর জানিয়েছে।
জানা গেছে, এ বছর চীন দরিদ্র এলাকাগুলোতে বরাদ্দ আরো বাড়িয়ে উন্নয়ন দ্রুততর করার মাধ্যমে সে সব এলাকার উত্পাদন ও জীবনযাত্রার মৌলিক চাহিদা পূরণ করবে। দরিদ্র জনগোষ্ঠীর খাওয়া পরার সমস্যার সমাধান ছাড়াও ঐ সব এলাকার শ্রম-শক্তির মানেরও উন্নয়ন করা হবে। (খোং চিয়া চিয়া)
|