 চীনের কৃষি মন্ত্রী সুন জেং ছাই বলেন, চলতি বছরে প্রধান প্রধান কৃষি পণ্যের স্থিতিশীল উত্পাদন ত্বরান্বিত করার জন্য চীন সরকার সহায়ক ব্যবস্থা নেবে। এর লক্ষ্য হচ্ছে খাদ্যশস্যের উত্পাদন ৫০০ বিলিয়ন কেজি'র উপরে স্থিতিশীল রাখা এবং কৃষকদের মাথাপিছু আয় ৬ শতাংশ বাড়ানো। ৬ জানুয়ারি 'পিপলস ডেইলি' পত্রিকায় সুন জেং ছাই তার লেখা নিবন্ধে এ সব কথা বলেন।
নিবন্ধে আরো বলা হয়, চলতি বছরে কয়েকটি খাতের কাজ উন্নত করা উচিত। যেমন, খাদ্যশস্য চাষের আয়তন, জমি'র গড় উত্পাদন, বার্ড-ফ্লু'র নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কাজ, প্রধান প্রধান কৃষি পণ্যের সরবরাহ ইত্যাদি।
এর পাশাপাশি, কৃষি শিল্পের অবকাঠামো বাস্তবায়ন, গ্রামাঞ্চলের শিল্পপ্রতিষ্ঠান উন্নয়ন, এবং কৃষকদের প্রশিক্ষণ দেয়ার ব্যাপারেও সরকার গুরুত্ব দেবে। (ইয়াং ওয়েই মিং)
|