 সম্প্রতিবিদ্রোহী এল টি টি ই'র সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধ বিরতি চুক্তির অবসান ঘটানোর পর ৪ জানুয়ারি শ্রীলংকা সরকার এলটিটিইকে নিষিদ্ধ করার সম্ভাবনা নাকচ করে দিয়েছে।
শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী রহিথা বগোল্লাগ এ দিন জানিয়েছেন, এ পর্যন্ত সরকার এল টি টি ই'কে নিষিদ্ধ করার কথা চিন্তা করে নি। তিনি বলেন, যুদ্ধ বিরতি থেকে সরে যাওয়ার পর সরকার সমস্যাটি সমাধানের জন্য অন্যান্য বিকল্প বিবেচনা করছে। তিনি এল টি টি ই'র সঙ্গে শান্তি বৈঠক পুনরায় শুরু করার শ্রীলংকার প্রেসিডেন্টের ব্যাপারে অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
গত বছরের ২৬ ডিসেম্বর শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসা এক বিবৃতিতে বলেন, এল টি টি ই অস্ত্র ত্যাগ করে ফিরে আসলে, সরকার তাদের সঙ্গে শান্তি বৈঠক করার জন্য প্রস্তুত। (খোং চিয়া চিয়া)
|