পিপলস ডেইলি পত্রিকা সূত্রে জানা গেছে, চীনের রাষ্ট্রীয় পরিষদের রাষ্ট্রয়াত্ত সম্পত্তি ব্যবস্থাপনা কমিশন ৪ জানুয়ারী " কেন্দ্রীয় শিল্প-প্রতিষ্ঠানগুলোর জন্য সামাজিক দায়িত্ব সংক্রান্ত নির্দেশিকা" প্রকাশ করেছে। এতে ১৫২টি কেন্দ্রীয় শিল্প-প্রতিষ্ঠানকে সচেতনভাবে আইন বিধি , সামাজিক ও বাণিজ্যিক নৈতিকতা মেনে চলে অর্থনৈতিক কার্যকরিতা অনুসন্ধানের পাশাপাশি অংশীদারিত্বে , শ্রমিক ও ভোক্তাদের স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়বলীর দিকে মনোযোগ দেওয়ার কথা বলা হয়েছে। নির্দেশিকায় আরও বলা হয়েছে , শিল্প-প্রতিষ্ঠান এবং সমাজ ও পরিবেশের সমন্বয়ের মাধ্যমে টেকসই উন্নয়ন বাস্তবায়িত হওয়া উচিত।
নির্দেশিকা অনুযায়ী, ভবিষ্যতে কেন্দ্রীয় শিল্প-প্রতিষ্ঠানগুলোর জ্বালানী সাশ্রয় ও বিষাক্ত গ্যাস নির্গমন কমানোর ব্যাপারে নেতৃত্ব দেওয়া ; স্বতন্ত্র উদ্ভাবন ও প্রযুক্তির অগ্রগতিকে আরো গতিশীল করা ; সমাজের সেবামূলক কাজে সামিল থাকা ; বড় প্রাকৃতিক দুর্যোগ ও আকস্মিক ঘটনা ঘটার সময়ে প্রয়োজনীয় সমর্থন ও সহায়তা যোগানো উচিত।
|