৫ জানুয়ারি পেইচিং-এ চীনের নিরাপদ উত্পাদন সমিতি গঠিত হয়েছে। এই সমিতি চীনে নিরাপদ উত্পাদন ত্বরান্বিত করার জন্য গুরুত্বপূর্ণ সামাজিক শক্তি হিসেবে কাজ করবে।
এ দিন চীনের নিরাপদ উত্পাদন সমিতির প্রথম সম্মেলনে অংশ নেয়ার সময় চীনের জাতীয় নিরাপত্তা তত্ত্বাবধান ও প্রশাসন ব্যুরোর মহাপরিচালক লি ই চৌং বলেন, ২০০৩ সাল থেকে চীনে দুর্ঘটনার সংখ্যা কমে আসছে। ২০০৬ সাল থেকে গুরুতর দুর্ঘটনা বেশ কমে গেছে। গুরুত্বপূর্ণ শিল্পের নিরাপত্তা অবস্থার সার্বিক উন্নতি হয়েছে।
এর পাশাপাশি তিনি উল্লেখ করেন, চীনের নিরাপদ উত্পাদন পরিস্থিতি এখনও উদ্বেগজনক। শিল্পপ্রতিষ্ঠানগুলোর নিজস্ব শক্তি কাজে লাগানোর পাশাপাশি সমিতির উচিত সেবা, সমন্বয়, তত্ত্বাবধান ও সংরক্ষণের ভূমিকা পালন করা। যাতে শিল্প প্রতিষ্ঠানগুলোকে মানসম্মত নিরাপদ উত্পাদন কার্যক্রম গ্রহণে বাধ্য হয়।
নিরাপদ উত্পাদন সমিতি হচ্ছে চীনের নিরাপদ উত্পাদন ক্ষেত্রের জাতীয় ও অব্যবসায়িক সামাজিক সংস্থা। (খোং চিয়া চিয়া)
|