সম্প্রতি নেপালের মন্ত্রিসভা নেপালের ক্ষমতাসীন সাত দলীয় জোটের নেতাদের মধ্যে স্বাক্ষরিত ২৩ সংবলিত চুক্তির অনুমোদন দিয়েছে এবং ফলে তিন মাসেরও বেশি সময় ধরে চলে নেপালের রাজনৈতিক অচলাবস্থার অবসান হলো এবং সংবিধান প্রণয়ন প্রতিনিধিসভার নির্বাচন এবং শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করার জন্য বাধা দূর হয়ে গেলো ।
এর আগেই এ চুক্তিতে অস্থায়ী সংবিধান সংশোধন , রাজতন্ত্র বর্জন এবং নতুন অস্থায়ী সংবিধানে "প্রজাতন্ত্রের" বিষয়াবলী অন্তর্ভূক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল । তবে এসব সিদ্ধান্ত সংবিধান প্রণয়ন প্রতিনিধিসভা নির্বাচনের পর আয়োজিত প্রথম পূর্ণাংগ অধিবেশনে অনুমোদন পাওয়ার পর কার্য়কর হবে । এর আগ পর্যন্ত প্রধানমন্ত্রী দেশ চালাবেন ।
চুক্তিতে আরো নির্ধারণ করা হয়েছে , সবচেয়ে দেরিতে হলেও সংবিধান প্রণয়ন প্রতিনিধিসভা নির্বাচন আগামী এপ্রিল মাসে আয়োজন করতে হবে । এ প্রতিনিধিসভার ৬০১টি আসনের মধ্যে ৩৩৫টি আসনে আনুপাতিক প্রতিনিধিত্ব অনুযায়ী নির্বাচন হবে , ২৪০টি আসনে সরাসরি নির্বাচন হবে এবং অন্য ২৬টি আসনের প্রতিনিধি প্রধানমন্ত্রী নিযুক্ত করবেন ।
গত বছরের নভেম্বর মাসে নেপালের সাত দলীয় জোট ও মাওবাদী কমিউনিস্ট পার্টির শান্তি চুক্তির মধ্য দিয়ে সেখানে ১১ বছর স্থায়ী গৃহযুদ্ধ বন্ধ হয় । এ শান্তি চুক্তি অনুযায়ী , নেপালে সংবিধান প্রণয়ন প্রতিনিধিসভার নির্বাচন আয়োজন এবং সভার প্রথম অধিবেশনে দেশের রাজনৈতিক ব্যবস্থা নির্ধারণ করার কথা । গত সেপ্টেম্বর মাসে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা এবং নতুন নির্বাচন ব্যবস্থা চালু করার দাবি পূরণ না হওয়ায় মাওবাদী কমিউনিস্ট পার্টির সকল মন্ত্রী অস্থায়ী সরকার থেকে পদত্যাগ করেন। এর ফলে গত নভেম্বর মাসের সংবিধান প্রণয়ন প্রতিনিধিসভা নির্বাচন দু'বার স্থগিত হয়ে যায় । কয়েক দফা কঠিন আলোচনার পর নেপালের সাত দলীয় জোট অবশেষে ২৩টি বিষয় সংবলিত রাজনৈতিক চুক্তি স্বাক্ষর করে । বিভিন্ন পক্ষ একে স্বাগত জানিয়েছে এবং মনে করে সংবিধান প্রণয়ন প্রতিনিধি নির্বাচন পুনরায় আয়োজনের সম্ভাবনা উজ্জ্বল হয়েছে ।
1 2
|