পেইচিং শহরের প্রথম দূষিত উত্স সংক্রান্ত জরিপ কাজ ৪ জানুয়ারী শুরু হয়েছে। প্রাথমিকভাবে ৮২ হাজার সংস্থার ওপর জরিপ চালানো হবে।
শিল্পের দূষিত উত্স জরিপের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ধাতুবিদ্যা, রাসায়নিক শিল্প, নির্মাণ সামগ্রী শিল্প, তাপ-বিদ্যুত শিল্প, কাগজ উত্পাদন, চিকিত্সা ও ঔষধ এবং খনিজ শিল্প ইত্যাদি। কৃষি উত্সের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কৃষি, পশুপালন ও মত্স শিল্প। জীবন দূষণের সঙ্গে জড়িত বাসস্থান, রেস্তঁরার দূষিত পানি ও বর্জ্য পদার্থ, গাড়ির টেইল গ্যাস নিঃসরণসহ নানা বিষয়ও এবারের জরীপের অন্তর্ভুক্ত থাকবে। তা ছাড়া শহরের দূষিত পানির পরিশোধন কারখানা, শিল্প দূষিত পানির পরিশোধন কারখানা এবং বর্জ্য পদার্থের কারখানার ওপরও জরিপ করা হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|