২০০৭ সালে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের অর্থনীতি অব্যাহতভাবে উল্লম্ফনউন্নয়নের ধারা বজায় রেখেছে ।
এক পরিসংখ্যান থেকে জানা গেছে , ২০০৭ সালে গোটা তিব্বত অঞ্চলের মোট উত্পাদন মূল্য স্থিতিশীলভাবে ৩০ বিলিয়ন রেনমিনপিতে দাঁড়িয়েছে। এর আগের বছরের অনুরূপ সময়ের তুলনায় এটা ১৪ শতাংশ বেশি এবং গত ১২ বছরে তা নতুন রেকর্ড সৃষ্টি করেছে । তিব্বতের শহুরে নাগরিকদের মাথা পিছু আয় ১০ হাজার ইউয়ান ছাড়িয়েছে ।
ছিংহাই-তিব্বত রেলপথ চালু হওয়ার পর তিব্বতের পর্যটন শিল্প দ্রুত উন্নত হয়েছে । ২০০৭ সালে তিব্বত প্রায় ৪০ লাখ পর্যটককে স্বাগত জানিয়েছে । এর আগের বছরের চেয়ে এটা ৬০ শতাংশ বেশি ।--চুং শাওলি
|