কেনিয়ার প্রেসিডেন্ট মুয়াই কিবাকি ৩ জানুয়ারী সংবাদমাধ্যমকে বলেন, গত এক সপ্তাহে কেনিয়ায় সংঘটিত সহিংস ঘটনার জন্যে তিনি উদ্বিগ্ন। পরিস্থিতি শান্ত হলেই কেবল তিনি বিরোধী দলের সঙ্গে সংলাপে আগ্রহী।
একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, যারা অব্যাহতভাবে আইন লংঘনকারী কর্মকান্ড চালাচ্ছে তাদেরকে শাস্তি পেতেই হবে।
গত ৩০ ডিসেম্বর কেনিয়ার নির্বাচন কমিশন বলেছে, ২৭ ডিসেম্বর ,কেনিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে কিবাকির বিজয়ের পর থেকে দেশটির প্রধান বিরোধী দল "ও.ডি.এম" কিবাকিকে নির্বাচনে কারচুপির মাধ্যমে জয়নাভের জন্য তীব্র নিন্দা করেছে। এমন কি, এ নির্বাচনের ফলাফল তারা প্রত্যাখ্যান করে। দেশের প্রধান প্রধান শহরে সমর্থক ও কিবাকি'র সমর্থকসহ স্থানীয় পুলিশের সঙ্গে বিরোধী দলের বেশ কয়েকবার সংঘর্ষ ঘটে।-ওয়াং হাইমান
|