চীনের সমাজ বিজ্ঞান একাডেমী বৃহস্পতিবার ২০০৮ সালের সামাজিক নীলপত্র প্রকাশ করেছে । এ নীলপত্রে বলা হয় , ২০০৮ সাল চীনের সংস্কার ও উন্মুক্তকরণের ৩০ বছরের উন্নয়ন ইতিহাসের একটি নতুন নির্দশন হবে ।
নীলপত্রে আরো বলা হয় , ২০০৭ সালে চীনে জনসাধারণের জীবনযাত্রার মানোন্নয়নসহ সামাজাক গঠনকাজের দ্রুত উন্নতি হয়েছে । কর্মসংস্থানের পরিস্থিতি নিরবচ্ছিন্নভাবে ভালোর দিকে যাচ্ছে । চীনের শহর ও গ্রামে জীবনযাত্রার ন্যূণতম নিশ্চয়তা বিধান ব্যবস্থা এবং সর্বসাধারণের চিকিত্সা সেবা ব্যবস্থা মোটামুটি গড়ে উঠেছে । গত বছর শিক্ষাখাতে সরকারের বরাদ্দ লক্ষ্যণীয়ভাবে বেড়েছে । মেহনতী জনতার অধিকার ও স্বার্থ সংরক্ষণের প্রচেষ্টা জোরালো হয়েছে । জ্বালানী সাশ্রয় ও গ্রিন হাউস গ্যাস নির্গমণ হ্রাসে কিছু সাফল্য অর্জিত হয়েছে । সামাজিক শৃংখলা ও নিরাপত্তা পরিস্থিতিও এখন উন্নতির দিকে । কেন্দ্রীয় সরকারের ব্যবস্থাপনার প্রতি জনসাধারণের আস্থা সার্বিকভাবে বেড়েছে ।
|