চীনের গুণগত মান সমিতির ভাইস চেয়ারম্যান লাং চি চেং বলেছেন , চীনের ১ শতাংশ রফতানি পণ্যের গুণগত মানের কিছু না কিছু সমস্যা বিদ্যমান রয়েছে । তবে চীন সরকার এসব পণ্যের মানোন্নয়নের জন্যে শতগুণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ।
৪ জানুয়ারী পেইচিংয়ে আয়োজিত চীনের জাতীয় পণ্যের গুণগত মান পর্যবেক্ষণ ও তদারকি ব্যুরোর এক প্রেস ব্রিফিংয়ে লাং চি চেং এ কথা বলেন । এ প্রেস ব্রিফিংয়ে পর্যবেক্ষণ ব্যুরো ২০০৭ সালে চীনের পণ্যের গুণগত মানের দশটি বড় ঘটনা প্রকাশ করে ।
লাং চি চেং আরো বলেন , বিশ্বের বিভিন্ন দেশের ভোক্তারা চীনে তৈরি পণ্যকে পছন্দ করেন । পণ্যের গুণগত মান ও খাদ্যবস্তুর নিরাপত্তার মানোন্নয়নের জন্যে চীন সরকার বেশ কিছু কার্যকর ব্যবস্থা নিয়েছে । চীনের নানা ধরণের প্রচেষ্টা ও অর্জিত সাফল্য বিভিন্ন দেশের সরকারের স্বীকৃতি পেয়েছে । চীনে তৈরি পণ্য এখন আরো বেশি আন্তর্জাতিক বাজার ও ভোক্তা লাভ করেছে ।
|