গ্রামাঞ্চলের জনগণের পানীয় জল সমস্যার সমাধানের জন্য শানতুং প্রদেশ ২০০৫ সাল থেকে একটানা তিন বছর ধরে গ্রামাঞ্চলে পানির সরবরাহ নিশ্চিত করে আসছে। এ পর্যন্ত শানতুং প্রদেশের ৮০ শতাংশেরও বেশি গ্রামাঞ্চলের ছয় কোটিরও বেশি কৃষক কলের পানি খেতে পারছে।
শানতুং প্রদেশের লোকসংখ্যা খুব বেশি। গ্রামাঞ্চলের লোকসংখ্যা হচ্ছে সাত কোটির মতো। তিন বছর আগে শানতুং প্রদেশের গ্রামাঞ্চলের কলের পানির গ্রাহকদের অনুপাত ছিল শুধুমাত্র ৪২.৬ শতাংশ। সারা প্রদেশে মোট চর কোটিরও বেশি কৃষক কলের বিশুদ্ধ পানি ব্যবহার করতে পারতেন না। এ সমস্যা নিরসনের জন্য ২০০৫ সাল থেকে একটানা তিন বছর ধরে "প্রতিটি গ্রামে কলের পানি সরবরাহ করার বিষয়টি "শানতুং প্রদেশের সরকারী রিপোর্টে অন্তর্ভূক্ত করা হয়েছে এবং প্রতি বছর এ বাবদ ৩০ কোটি ইউয়ান রেনমিনপি বিশেষভাবে বরাদ্দ করা হয়েছে।
*হোনান প্রদেশের "গ্রামাঞ্চলের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ডেস্ক ও চেয়ার নবায়ন প্রকল্পের কাজ" শেষ হয়েছে। সারা প্রদেশের ২৪ হাজার ছয়'শ ৩৩টি গ্রামীণ মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ৭৪ লাখ ৮০ হাজার ছাত্র-ছাত্রী নতুন ডেস্ক ও চেয়ার ব্যবহার করেন।
খবরে জানা গেছে, হোনান প্রদেশের গ্রামাঞ্চলের বাধ্যতামূলক শিক্ষার আঞ্চলিক উন্নয়ন এখনো অসামঞ্জস্যপূর্ণ। গ্রামাঞ্চল বিশেষ করে প্রত্যন্ত ও দরিদ্র অঞ্চলের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলগুলোর অবকাঠামো খুব খারাপ। ছাত্র-ছাত্রীদের টেবিল এবং বসার চেয়ার পুরানো। চেয়ারগুলো ভাঙ্গা ছিল। ২০০৭ সালে হোনান প্রদেশ সরকার গ্রামাঞ্চলের প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ডেস্ক ও চেয়ার নবায়ন প্রকল্প চালু করেছে। এ লক্ষ্যে মোট ৬০ কোটি ইউয়ান রেনমিনপি পুঁজি বরাদ্দ করা হয়েছে। এদের মধ্যে ৫৯ কোটি ইউয়ান রেনমিনপি টেবিল ও চেয়ারের নবায়নে এবং এক কোটি মেরামতের কাজে ব্যবহার করা হয়। (লিলি)
|