v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-01-04 15:07:03    
চাওয়া পাওয়া ( ২১ অক্টোবর )

cri
    প্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি আপনাদের বন্ধু লিলি। এখন শুরু করছি আপনাদের প্রিয় আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠান।

    বাংলাদেশের রাজশাহী জেলার মো: আব্দুর রহিম আমাকে লেখা তাঁর চিঠিতে তাঁর পছন্দের শিল্পীর নাম এবং গানের কলি লিখে পাঠিয়েছেন। তিনি আমাদের অনুষ্ঠানে আসিফের গাওয়া "তুমি সকাল বেলা মনের ঘরে এসেছিলে, তুমি দুপুর বেলা ভালোবাসি বলেছিলে, তুমি সন্ধ্যা বেলা দুঃখ দিয়ে চলে গেলে, ও প্রেয়সী তুমি সর্বনাশী" শুনতে আগ্রহী। দুঃখিত, ভাই, গানটি আমার হাতে নেই। তা ছাড়া, বাংলাদেশের রাজশাহী জেলার বন্ধন রেডিও লিসনার্স ক্লাবের মো: হারুন রশিদ, লতা, মেহেদী, নুপুর, রত্না, বন্যা, মাধবী আমাদের অনুষ্ঠানে আসিফের গাওয়া "ও প্রিয়া তুমি কোথায়"গানটি শুনতে চেয়েছেন। আচ্ছা, প্রিয় বন্ধুরা, আসিফের কন্ঠে "ও প্রিয়া তুমি কোথায়" গানটি আমি বহুবার অনুষ্ঠানে শুনিয়েছি। তাহলে আজ আমি আসিফের গাওয়া আরেকটি নতুন গান শোনাচ্ছি। কেমন? গানের নাম "তবু ভালোবাসি"। আশা করি, আপনাদের ভালো লাগবে।

    বাংলাদেশের খুলনা জেলার জি.এম.জুয়েল রানা বেলাল আমাদের অনুষ্ঠানে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কন্ঠে "খোলা আকাশ কি এত ভাল লাগতো। যদি কিছু কিছু মেঘে নাই থাকতো" গানটি শুনতে চেয়েছেন। আচ্ছা, গানটি আমার হাতে আছে। কি খুব খুশি না? আচ্ছা, তাহলে আসুন, গানটি উপভোগ করা যাক।

    বাংলাদেশের বগুড়া জেলার শোলার তাইড় গ্রামের প্রিয় জন্মভূমি বেতার সংঘের সাধারণ সম্পাদক এম.মিনহাজ উদ্দিন বিপুল আমাদের অনুষ্ঠানে আব্দুল আলিমের কন্ঠে যে কোন একটি গান শুনতে চেয়েছেন। আচ্ছা, এখন আপনার অনুরোধ পূরণ করছি। সবাই মিলে আব্দুল আলীমের কন্ঠে "চিরদিন পুষলাম এক অচিন পাখি"গানটি শুনবো।

    বাংলাদেশের নরসিংদী জেলার নব অরুন বেতার শ্রোতা যুব সংঘের সম্পাদক সুমন সাহা শান্ত আমাদের অনুষ্ঠানে নচিকেতার কন্ঠে যে কোন একটি গান শুনতে চেয়েছেন। আচ্ছা, অনেক দিন নচিকেতার গাওয়া গান শোনাই নি। আসলে অনেক শ্রোতা আমাকে নচিকেতার কন্ঠে গান শুনতে চেয়ে চিঠিও লিখেছেন। আচ্ছা, এখন নচিকেতার কন্ঠে "রাজশ্রী" গানটি সবাইকে উপহার দিচ্ছি।

    বাংলাদেশের ঢাকার সৈয়দা নাজমুন নাহার আমাদের অনুষ্ঠানে আশা ভোঁশলের কন্ঠে যে কোন একটি গান শুনতে চেয়েছেন। আচ্ছা, চলুন, সবাই মিলে আশা ভোঁশলের গাওয়া একটি গান শুনি। গানের নাম "আকাশের সূর্য"। কি ভালো লেগেছে নিশ্চয়ই।

    আচ্ছা, প্রিয় বন্ধুরা, আজকের চাওয়া পাওয়া এখানেই শেষ করছি। শোনার জন্য অনেক ধন্যবাদ। আবার গানে গানে কথা হবে আগামী সপ্তাহে। (লিলি)