৩ জানুয়ারী শ্রীলংকার সরকার জানিয়েছে, তারা এল টি টি ই'র সঙ্গে যুদ্ধ বিরতি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে নরওয়ে সরকারকে অবহিত করেছে। নরওয়ের সরকার দীর্ঘকাল ধরে শ্রীলংকার শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতা করে আসছে। আনুষ্ঠানিকভাবে শ্রীলংকা সরকারের চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার মধ্য দিয়ে এল টি টি ই'র সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধ বিরতি চুক্তিটি শিগগিরি বাতিল হয়ে যাচ্ছে।
শ্রীলংকার পররাষ্ট্রমন্তণালয় এদিন একটি বিবৃতিতে বলেছে, যুদ্ধ বিরতি চুক্তির সংশ্লিষ্ট ধারা অনুযায়ী শ্রীলংকা সরকার এদিন তার চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে নরওয়ের সরকারকে জানিয়েছে। এই সিদ্ধান্ত ১৬ জানুয়ারী থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। বিবৃতিতে আরো বলা হয়, শ্রীলংকার যুদ্ধ বিরতির চুক্তি পর্যবেক্ষন কমিটি স্থাপন সম্পর্কিত নরওয়ে সরকারের সঙ্গে শ্রীলংকার সরকারের স্বাক্ষরিত চুক্তি একই দিন স্থগিত হয়ে যাবে। (লিলি)
|