২০০৭ সালে চীনের উত্তরপশ্চিম সিনচিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের তেল উত্তোলনের পরিমাণ ২ কোটি ৬৪ লাখ টন এবং প্রাকৃতিক গ্যাস ২১.২ বিলিয়ন কিউবিক মিটার । এ কারণে তা চীনের বৃহত্তম তেল ও গ্যাস উত্তোলনএলাকায় পরিণত হয়েছে ।
সিনচিয়াংয়ের বিভিন্ন তেল শিল্প প্রতিষ্ঠানের সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা গেছে, বর্তমানে সিনচিয়াংয়ের টারিম, চুনগার এবং টুর্পান ও হামি তিনটি অববাহিকায় তেলের মজুদের পরিমাণ ৩.৮ বিলিয়ন টন এবং প্রাকৃতিক গ্যাসের মজুদের পরিমাণ ১.৩ ট্রিলিয়ন কিউবিক মিটার ।
সাম্প্রতিক বছরগুলোতে সিনচিয়াংয়ে তেল ও গ্যাস অনুসন্ধান দ্রুত হওয়ার কারণে এ অঞ্চলের তিনটি অববাহিকায় তেল ও প্রাকৃতিক গ্যাসের বার্ষিক উত্তোলনের পরিমাণ দ্রুতভাবে বেড়েছে ।
(ছাও ইয়ান হুয়া)
|