আলজেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্থানীয় সরকার ২ জানুয়ারী জানিয়েছে , এদিন সকালে আলজেরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ বুমার্দিসে একটি পুলিশ ব্যুরোর সামনে গাড়ি বোমার বিস্ফোরণে ঘটে। এতে কমপক্ষে ৪ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে।
জানা গেছে, নিহতরা সবাই পুলিশ বাহিনীর সদস্য। আহত ২০ জনের মধ্যেও ৮জন পুলিশ রয়েছে । এ পর্যন্ত কোন সংস্থা এ হামলার দায়িত্বে স্বীকার করেনি।--ওয়াং হাইমান
|