চীনের কেন্দ্রীয় সরকার তিব্বতের তাশিলুনপো মন্দির রক্ষা ও মেরামতের জন্য ২০১০ সালের মধ্যে ১০ কোটি ইউয়ান রেনমিনপি বরাদ্দ করবে। সম্পতি তিব্বতের পুরাকীর্তি সংরক্ষণ বিভাগ এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, তাশিলুনপো মন্দির হচ্ছে তিব্বতী বৌদ্ধ ধর্মের অন্যতম বিখ্যাত মন্দির। এ মন্দিরের ইতিহাস দীর্ঘকালের। ফলে এখন এ মন্দিরের কিছু কিছু অংশ নষ্ট হতে চলেছে।
গত বিশ বছরে তিব্বতের মোট ১৪০০টিরও বেশি উন্মুক্ত মন্দির, পুরাকীর্তি ও ধর্মীয় স্থান সংস্কার করা হয়েছে। ফলে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রাচীন স্থাপত্যগুলো সময়মত কার্যকরভাবে সংরক্ষণ করা সম্ভব হয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|