৭ থেকে ১১ জানুয়ারী পর্যন্ত চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়ে ছি দক্ষিণ আফ্রিকা, গণতান্ত্রিক কঙ্গো, বুরুন্ডিএবং ইথিওপিয়া সফর করবেন । ৩ জানুয়ারী চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইউ পেইচিং-এ এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন ।
চিয়াং ইউ বলেন, চীন ও আফ্রিকার মৈত্রী ৫০ বছরেরও বেশি সময়ের । অব্যাহতভাবে আফ্রিকান দেশগুলোর সঙ্গে ঐক্যবদ্ধ সহযোগিতাকে সুসংবদ্ধ ও জোরদার করা হল চীনের কূটনৈতিক নীতির গুরুত্বপূর্ণ অংশ । ইয়াং চিয়ে ছি'র এবারের সফরের উদ্দেশ্য হলো পারস্পরিক সমঝোতা বাড়ানো, পারস্পরিক কল্যাণমূলক সহযোগিতা সম্প্রসারণ করা এবং চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের পেইচিং শীর্ষ সম্মেলনের ফলাফল বাস্তবায়ন করা । যাতে চীন ও আফ্রিকার নতুন কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ককে সামনে এগিয়ে নেয়া যায় ।
সফরকালে ইয়াং চিয়ে ছি চারটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন এবং চার দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদের সঙ্গে সাক্ষাত্করবেন ।
(ছাও ইয়ান হুয়া)
|