নরওয়ে ২ জানুয়ারী এক বিবৃতিতে শ্রীলংকা সরকার এ দিন সকালে সরকার বিরোধী এল টি টি ই-এর সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণা দেয়ার পরিতাপ প্রকাশ করেছে।
নরওয়ের পরিবেশ ও আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী এরিক সোলহেইম বিবৃতিতে বলেছেন, শ্রীলংকা সরকারের নেয়া এই পদক্ষেপে তিনি বিব্রত বোধ করেন এবং এ থেকে সংহিসতা ও বৈরি কর্মকান্ড বাড়বে বলে উদ্বেগ প্রকাশ করেন।
তিনি আরো বলেছেন, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর না হলে সেই চুক্তি অনুযায়ী শ্রীলংকায় উত্তর ইউরোপীয় দেশগুলোর পাঠানো ত্বত্তাবধান দলের আর সেখানে থাকার প্রয়োজন নেই। (ইয়ু কুয়াং ইউয়ে)
|