২ জানুয়ারী পাকিস্তানের নির্বাচন কমিশন ১৮ ফেব্রুয়ারী সারা দেশে পার্লামেন্ট নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে । এদিন মার্কিন হোয়াইট হাউসের মুখপাত্র ডানা পেরিনো ওয়াশিংটনে এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
তিনি বলেন, এটি একটি শুভ লক্ষণ।এর পাশাপাশি তিনি বলেন, পাকিস্তানের নিহত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকান্ড তদন্তে সাহায্য করতে যুক্তরাষ্ট্র আগ্রহী।
এদিন পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার হাজি মুহাম্মদ ফারুক ইসলামাবাদে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বলেন, গত ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে বেনজির নিহত হওয়ার পর, অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির কারণে দক্ষিণাঞ্চলের কিছু কিছু নির্বাচন এলাকার ব্যাল্ট পেপার তৈরী ও ছাপার কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করা যায় নি। পাকিস্তানের নির্বাচন কমিশন বিভিন্ন এলাকার রিপোর্ট পর্যালোচনা করে এবং বিভিন্ন রাজনৈতিক দলের মতামত সংগ্রহ করে পার্লামেন্ট নির্বাচনের তারিখ ৮ জানুয়ারী এর পরিবর্তে আগামী ১৮ ফেব্রুয়ারীতে নির্ধারণ করেছে ।--ওয়াং হাইমান
|