চীনের উপপ্রধানমন্ত্রী মাদাম উ ই বলেছেন , চীন নিরবচ্ছিন্নভাবে পণ্যের গুণগত মান ও খাদ্যবস্তুর নিরাপত্তার ক্ষেত্রে আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা জোরদার করবে , যাতে চীনের পণ্যের গুণগত মান উন্নত হতে পারে ।
৩ জানুয়ারী পেইচিংয়ে অনুষ্ঠিত চীনের জাতীয় পণ্যের গুণগত মান তদারকি ও পর্যবেক্ষণ সংক্রান্ত এক কর্মসম্মেলনে উ ই এ কথা বলেন ।
গত বছর চীন " চীনের খাদ্যবস্তুর গুণগত মান ও নিরাপত্তার অবস্থা" নামক একটি শ্বেতপত্র প্রকাশ করে । পাশাপাশি চীন সরকার চীন-আসিয়ান পণ্যের গুণগত মান তদারকি মন্ত্রীদের সম্মেলন ও আন্তর্জাতিক খাদ্যবস্তুর নিরাপত্তা সংক্রান্ত ফোরামের আয়োজন করেছে । উ ই তার ভাষণে চীন সরকারের এ উদ্যোগের প্রশংসা করেন ।
উ ই চীনের পণ্যের গুণগত মান তদারকি বিভাগগুলোকে আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা এবং সংশ্লিষ্ট দেশগুলোর সংগে তার আলোচনা ও পরামর্শ আরো জোরদার করার আবেদন জানিয়েছেন ।
|