উহান শহর হুপেই প্রদেশের রাজধানী হিসেবে চীনের ৬টি বৃহত্তম শহরের একটি ।ভৌগলিক দিক থেকে উহানের সমতলভূমি বৈচিত্রময় । আকাশ থেকে পাখির চোখ দিয়ে দেখলে একে মনে হবে ঠিক একটি উড়ন্ত প্রজাপতির মতো । এর আয়তন ৮৪৬৭ বর্গকিলোমিটার । ৯টি এলাকা ,২টি উপকন্ঠ এবং ২টি জেলা নিয়ে শহরটি গঠিত । উহানের আবহাওয়া গ্রীষ্মকালে খুবই গরম এবং শীতকালে বেশ ঠাণ্ডা । প্রতি বছরের মার্চ থেকে জুন পর্যন্ত এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত উহান ভ্রমণের জন্য সোনালী সময়।
উহান শহর উছাং, হানখৌ এবং হানইয়াং তিনটি নগর নিয়ে গড়ে উঠেছে । উছাং নগরের ইতিহাস সুদীর্ঘকালের। প্রাচীনকালের সিয়াওশাং রাজবংশের সময় এ শহর নির্মিত হয় । ১৪০০ বছরের আগে হানখৌ নগর গঠিত হয় । চীনাভাষায় হানখৌ'র অর্থ হল ইয়াংসি নদী ও হান নদীর সম্মিলন স্থল । ১৪৫৬ থেকে ১৪৮৭ সালের মধ্যে চীনের মিং রাজবংশের ছেংহুয়া আমলে হান নদী অন্য পথ দিয়ে ইয়াংসি নদীর সঙ্গে মিশে যায় । তারপর হানখৌ ইয়াংসি নদী ও হান নদীর সাথে সংযোগ সুবিধার জন্য এ স্থানটি বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয় ।
চীনের মানচিত্রে উহানের অবস্থান মধ্যাঞ্চলে অবস্থিত । কুয়াংচৌ, পেইচিং, শাংহাই ,ছোংছিং এবং সি'আনসহ চীনের বিভিন্ন বড় শহর থেকে উহান যাওয়ার দূরত্ব প্রায় ১২০০ কিলোমিটার । বিশেষ ভৌগোলিক অবস্থান এবং সোনালী নৌপথ, উন্নত রেল নেটওয়ার্ক ও বিমান বন্দরের কারণে উহান চীনের মূলভূভাগের পরিবহন কেন্দ্রের রূপ লাভ করেছে ।
উহান হল চীনের মুলভূভাগের বৃহত্তম নৌ ও স্থল পরিবহন বাণিজ্যিক কেন্দ্র । এ শহরের নদী পথের দৈর্ঘ্য ২৫৪ কিলোমিটার। বার্ষিক নৌযাত্রীদের সংখ্যা ৬৫ লাখ পার্সন টাইমস । উহান বন্দর থেকে যাতায়াতকারী পরিবহন লাইন রয়েছে ২০টিরও বেশি । এর মধ্যে চীন থেকে জাপান, দক্ষিণ কোরিয়া, রাশিয়া , মধ্য-প্রাচ্য ও পশ্চিম এশিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে সংযুক্ত ।
|