ইসরাইলের প্রধানমন্ত্রী ওলর্মাট ইঙ্গিত দিয়েছেন যে, ভবিষ্যতের শান্তিপূর্ণ চুক্তিতে ইসরাইলকে ফিলিস্তিনের সঙ্গে জারুজালেমকে ভাগাভাগি করতে হবে। কারণ এ ছাড়া ইসরাইলের আর কোন বিকল্প নেই।
জেরুজালেম পোস্ট পত্রিকাকে দেওয়া এক সাক্ষাত্কারে ওলর্মাট বলেন, আর্ন্তজাতিক সম্প্রদায়ও এ ব্যাপারে ইসরাইলকে আপোষ করার অনুরোধ করেছে। ইসরাইলের বন্ধু ও মিত্র দেশগুলোও মনে করে, ইসরাইলের দেশীয় সীমান্ত রেখা ১৯৬৭ সালের মধ্য-প্রাচ্য যুদ্ধ শুরুর আগের অবস্থান অনুযায়ী নির্ধারন করা হয়।
উল্লেখ্য ১৯৬৭ সালের মধ্য-প্রাচ্য যুদ্ধ চলাকালে ইসরাইল জেরুজালেম দখল করে নেয়। পরে ইসরাইল জেরুজালেমকে তার স্থায়ী রাজধানী হিসেবে ঘোষণা করে। কিন্তু বিশ্ব সম্প্রদায় তা মেনে নেয় নি।
|