কেনিয়ার প্রেসিডেন্ট ময়া কিবাকি দেশের বর্তমান বিপদ কাটিয়ে উঠার জন্য ১ জানুয়ারী বিভিন্ন দলের উদ্দেশ্যে সংলাপের আহ্বান জানিয়েছেন। একই দিন বৃটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন কেনিয়ার প্রেসিডেন্ট ও বিরোধী দলের মধ্যে আলোচনা করার আহ্বান জানিয়েছেন।
বৃটিশ কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষণ দলের নেতা আহমেদ তেজান কাব্বাহর সঙ্গে সাক্ষাত্ করার পর মওয়া কিবাকি এক বিবৃতিতে বলেছেন, দু'পক্ষ একমত হয়েছে যে, কেনিয়ার বিভিন্ন দলের নেতাদের শীগগিরি বৈঠক করা উচিত। তারা প্রকাশ্যে বিক্ষোভকারীদের সহিংস তত্পরতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
কিন্তু প্রধান বিরোধী দল "অরেন্জ ডেমোক্রেটিক মুভমেন্ট" এর নেতা রাইলা ওডিনগা বলেছেন, কিবাকি এর আগে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের কথা স্বীকার না করলে তিনি কিবাকির সঙ্গে সংলাপ করবেন না।
বৃটেনের প্রধানমন্ত্রী ভবনের মুখপাত্র জানিয়েছেন, বৃটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন নববর্ষের আগের দিন রাতে পৃথক পৃথকভাবে কিবাকি ও ওডিনগার সঙ্গে টেলিফোনে আলোপ করেছেন। তিনি আশা করেন, দু'পক্ষ আলোচনার মাধ্যমে বর্তমান সহিংস সংঘর্ষ বন্ধ করবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|