 শ্রীলংকার রাজধানি কলোম্বর কেন্দ্রস্থলে একটি সরকারী গাড়ি বোমা বিস্ফোরণের শিকার হয়েছে। এতে ১জন সৈন্য ও ৩জন নাগরিক নিহত এবং ২৪ জন আহত হয়েছে।

শ্রীলংকা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে , এদিন সকাল সাড়ে ন'টায় এ বিস্ফোরণ ঘটে। কলোম্বর কেন্দ্রস্থলের একটি হোটেলের এ.সির ভেতরে বিস্ফোরক রাখা ছিল। সৈন্যবাহী একটি গাড়ি বিস্ফোরণে ধ্বংস হয়ে গেছে। এছাড়া, কাছাকাছি থাকা অন্য একটি বেসরকারী গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

শ্রীলংকা সামরিক বাহিনীর মতে এল টি টি ই এবারের হামলার জন্য দায়ী। তবে এখন পর্যন্ত সংস্থাটি কোন মন্ত্রব্য করেনি।--ওয়াং হাইমান
|