২০০৮ সালে চীন বিশ্বের অর্থনীতি ও সংস্কৃতির ওপর ব্যাপক প্রভাব ফেলবে । বৃটেনের দি ইনডিপেন্ডেন্ট পত্রিকার ১ জানুয়ারী সংখ্যার প্রকাশিত এক নিবন্ধে এ কথা বলা হয়েছে ।
নিবন্ধে বলা হয়, চীনের অর্থনীতির শক্তিশালী প্রবৃদ্ধি, বিপুল অভ্যন্তরীণ চাহিদা এবং বিরাট অংকের পুঁজি বিনিয়োগ আকর্ষণকারী পেইচিং অলিম্পিক গেমস আয়োজনের কারণে ২০০৮ সালে চীন একটি বৃহত্ শক্তি হিসেবে সুপ্রতিষ্ঠিত হবে এবং আন্তর্জাতিক মঞ্চে তার প্রভাব বাড়বে ।নিবন্ধে বলা হয়, ২০০৮ সালে চীনের অর্থনীতির দ্রুত প্রবৃদ্ধি হবে এবং চীন বিশ্বের অর্থনীতির প্রবৃদ্ধি ক্ষেত্রে বিরাট অবদান রাখবে । এর পাশাপাশি নিবন্ধে চীনের ধনী ও দারিদ্র লোকদের ব্যবধান এবং মুদ্রাস্ফীতির চাপসহ বিভিন্ন সমস্যার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয় ।
চীনের সংস্কৃতির প্রভাব প্রসঙ্গে নিবন্ধে বলা হয়, ২০০৮ সালে চীনের সংস্কৃতি বিশ্বের মঞ্চে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে । ৭ ফেব্রুয়ারী চীনের বসন্ত উত্সবের প্রথম দিনে 'যুগান্তকারী চীন 'শীর্ষক একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বৃটেনে অনুষ্ঠিত হবে । তখন চীনের সংস্কৃতি বৃটেনের জনগণের কাছে আরো উপভোগ্য হয়ে উঠবে । (ছাও ইয়ান হুয়া)
|